কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে আশরাফ উদ্দিন (৬৫) নামে এক বাংলাদেশীর গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। তিনি উপজেলার বালুচর গ্রামের মৃত শামসুদ্দিনের পুত্র। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সীমানা পিলার ১২৫১ এর ওপারে লাশ পাওয়া যায়।
নিহতের ছেলে জিয়াউর রহমান জানা যায়, মঙ্গলবার সকালে সীমান্তের ওপার থেকে লাকড়ি সংগ্রহ করতে যান আশরাফ উদ্দিন। এদিন তিনি আর বাড়ি ফিরেননি। বুধবার সকালে তাকে খুজতে বের হোন পরিবারের সদস্যরা। খুজতে খুজতে কালাইরাগ সীমান্তের ১২৫১ পিলারের প্রায় ২’শ ফুট ভিতরে ভারতীয় অংশে গুলিবিদ্ধ অবস্থায় তাকে দেখতে পান। পরে তারা বিজিবিকে খবর দেন। তবে কে বা কারা গুলি করেছে তা এখনো জানা যায়নি।