বিলালুর রহমান,সিলেট প্রতিনিধিঃ উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি নদীর বাংলা বাজার এলাকা এবং শ্রীপুর পাথর কোয়ারী’তে সরকারি ব্যবস্থাপনায় রাজস্ব আদায় করে বালু মিশ্রিত পাথর উত্তোলন সহ সংশ্লিষ্ট এলাকা ইজারাভুক্ত করণ, বারকি (নৌকা) শ্রমিকদের কর্মসংস্থান তৈরী করা সহ অত্র অঞ্চলে উন্নয়ন মুলক কাজ বাস্তবায়নের দাবী জানিয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া’র কাছে একটি প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম এই প্রস্তাবনা হস্তান্তর করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া উন্নয়য়ন মুলক প্রস্তাবনা নিয়ে সরকারের উচ্চ মহলের সাথে আলোচনা করার
আশ্বাস দেন।
প্রস্তাবনায় এত উল্লেখ করা হয়, জৈন্তাপুর ইউনিয়ন এলাকার বিভিন্ন মৌজার মধ্যে দিয়ে কয়েক’টি নদী ও খাল বয়ে গেছে। নদী ও খালগুলোতে প্রাকৃতিক ভাবে অসংখ্য বালু-পাথর মজুদ হয়ে রয়েছে।
যার ফলে নদীর নাব্যতা হারানোর পাশাপাশি খালগুলো ভরাট হবার উপক্রম হয়েছে।
এসব স্হানগুলো হতে নাব্যতা সংকট নিরসন ও খালের স্বাভাবিক পানির গতিপথ ঠিক রাখতে সরকারি রাজস্ব আদায় করে বালু উত্তোলনের ব্যবস্থা করা প্রয়োজন। এতে করে সংশ্লিষ্ট এলাকায় শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত হওয়ার পাশাপাশি ঘনঘন পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা হতে অত্র এলাকার জনসাধারণ ও ইউনিয়নের কয়েক হাজার হেক্টর ফসলি জমি রক্ষা পাবে।
এব্যাপারে জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, শ্রীপুর, আসামপাড়া, লক্ষিপুর ১ম খন্ড, লক্ষিপুর ২য় খন্ড, ডুলটিরপাড়, চাতলার পাড়, বাওনহাওর, শেওলারটুক ও নলজুরী অংশের কথ বলা হয়েছে। তিনি বলেন, উক্ত এলাকায় বালু উত্তোলনের ব্যবস্থা করা হলে সাধারণ শ্রমজীবী মানুষের কর্মসংস্থান নিশ্চিতের পাশাপাশি নদী ভাঙন খাল ভরাটের হাত থেকে ইউনিয়ন বাসী অনেকটা রক্ষা পাবেন এবং এটি এখন ইউনিয়ন বাসীর প্রাণের দাবী।
এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি আবু সুফিয়ান বিলাল,ইউপি সদস্য জালাল উদ্দিন, নজির আহমেদ,সদস্য আব্দুল কাদির,সংবাদকর্মী বিলালুর রহমান।