মোঃ মিজানুর রহমান,রাজশাহী পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৫ টায় পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ বজলুর রহমান, সভাপতি পুঠিয়া পৌর বিএনপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান পুঠিয়া উপজেলা পরিষদ। এবং রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুর আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দুই বারের মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা হাজী। হাসিবুল ইসলাম, সাধারণ সম্পাদক পুঠিয়া পৌর বিএনপি। আসাদুজ্জামান আসাদ, সাবেক মেয়র পুঠিয়া পৌরসভা। সোহেল আহমেদ, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সম্পাদক। শীলমাড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিঠু। পুঠিয়া যুবদলের যুগ্ন আহবায়ক ভুট্টো। পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক টিটু। পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সদস্য আবু রায়হান। রাজশাহী জেলা যুবদলের সদস্য মাসুদ রানা মন্ডল। মোঃ আলাউদ্দিন আলাল সাংগঠনিক সম্পাদক পুঠিয়া পৌর বিএনপি। মোঃ মনিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক (২) পুঠিয়া পৌরসভা। বাবুল আক্তার, পুঠিয়া পৌর বিএনপি। নেফাউর রহমান সুমন পুঠিয়া পৌর যুবদলের সাবেক আহ্বায়ক। ওসির উদ্দিন, পুঠিয়া পৌর কৃষকদলের আহ্বায়ক। জয়নাল মুহুরী বিএনপি নেতা। নাজমুল হক মিলন, পুঠিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। স্বাধীন, পুঠিয়া উপজেলা যুবদলের সদস্য। এছাড়াও সভায় জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম তার জন্ম না হলে বাংলাদেশ নামক ভুখন্ডের জন্ম হতো না। তাকে আল্লাহ বেহেস্ত নসিব করুক তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম তিনি শুধু বিএনপি বা একটি মাত্র দলের নেতা নয়, তিনি সকলের নেতা। অপরদিকে রাষ্ট্র মেরামতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ৩১ দফা দিয়েছে তা বাস্তবায়ন করতে হবে। তাহলে বাংলাদেশের মানুষের মুক্তি হবে। নতুন বাংলাদেশ গড়তে ৩১ দফার কোন বিকল্প নেই।