ফাহিম হোসেন রিজু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ গণিত হোক চিত্ত অভয়, গণিতে আসুক বিশ্বজয় এ প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুুরের ঘোড়াঘাট উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থী বন্ধুদের গণিত ভীতি দুর করা এবং শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা উন্নয়ন বৃদ্ধি করার লক্ষ্যে আইরিশ গণিত অলিম্পিয়াড উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার প্রথম পর্বে সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত আইরিশ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ও রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াড পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে নবম শ্রেণির প্রায় ৪শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরে বিদ্যালয় মাঠে দ্বিতীয় পর্বে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে ৬টি গ্রুপে ১৮ জন শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। মূল্যায়ন শেষে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে সম্মাননা স্বারক ক্রেস্ট ও সনদপত্র প্রদান
অনুষ্ঠানে সিংড়া ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাত হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জুলফিকার আলীর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, রাণীগঞ্জ আদর্শ বিদ্যা নিকেতনের পরিচালক লায়ন মোঃ রুহুল আমিন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি মোঃ নাজমুল হক, সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল ওয়াকিল, ডিজিএম কামরুজ্জামান, সাবেক অধ্যক্ষ কার্তিক চন্দ্র সরকার, রাণীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, রুবেল খন্দাকার, বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াডের মুভার্স সুবোধ কুমার ঘোষ অন্তু সহ অনেকে।