রাকিব হোসেন,ঢাকাঃ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪ আজীবন পেলেন ফেরদৌস আরা ও নুরুউদ্দিন আহমেদ । এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে যারা পেয়েছেন,চলচ্চিত্রে পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা ও চিত্রনায়িকা শিমলা, তরুণ সেরা চিত্র নায়িকা হিসেবে পেয়েছেন নাবিলা ও সেরা চিত্রনায়ক হিসেবে পেয়েছেন জিয়াউল রওশন। সেরা চলচ্চিত্র পরিচালক হিসেবে পেয়েছেন কুসুম শিকদার। সংগীতে বিশেষ অবদানের জন্য পেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী, রিজিয়া পারভিন।সংগীতে আরো পেয়েছেন রক সংগীত শিল্পী মিলা ও এই প্রজন্মের তরুণ সংগীত শিল্পী আবরার সাহির।সেরা সংগীত পরিচালক হিসেবে পেয়েছেন ইমন শওকত। নাটকের সেরা চরিত্রে পেয়েছেন সাবিলা নূর খাইরুল বাশার ও তরুণ নাট্যকার হিসেবে পেয়েছেন সামন্তী সুওমি । সেরা নাট্য পরিচালক হিসেবে পেয়েছেন মহিদুল মহিম। সেরা নৃত্য পরিচালক হিসেবে পেয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ ও সেরা নৃত্যশিল্পী হিসাবে পেয়েছেন আনিকা কবির শখ। সেরা মডেল হিসেবে পেয়েছেন পিয়া জান্নাতুল ও তরুণ মডেল হিসেবে পেয়েছেন আহমেদ বিন সবুজ। ওয়েব সিরিজ অভিনয়ে সেরা অভিনেতা হিসেবে পেয়েছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ও সেরা অভিনেত্রী মৌসুমী হামিদ। ওয়েট ফ্লিম অভিনয়ে সেরা অভিনেত্রী রুনা খান ও অভিনেতা সজল নুর । সেরা এঙ্কর হিসেবে পেয়েছেন দেবাশীষ বিশ্বাস ও তমা রশিদ । সেরা ব্র্যান্ড প্রোমোটার হিসেবে পেয়েছে বারিশা হক আরো অনেকেই।