বাগেরহাট প্রতিনিধিঃ স্বাধীনতার ঘোষক শহীদ রাস্ট্রপতি জিয়াউর এর স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারী (রবিবার) বিকাল ৪ টায় কচুয়া উপজেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এস.এম তৌহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না।
এ সময় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান শহিদুজ্জামান মিল্টন, কচুয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ জাহাঙ্গীর হোসেন,কচুয়া উপজেলা বিএনপির সদস্য মোল্লা আনোয়ার, শেখ ওবায়দুল, মনিরুজ্জামানশিকদার, কচুয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শিকদার মশিউর রহমান মুক্তা, কচুয়া উপজেলা যুবদলের আহবায়ক অলিউর রহমান ডাকুয়া, কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম হাসান রাবু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নাজমুল মোর্শেদ নাদিম, শেখ নজরুল, এ আলিম ডাবলু, হাজরা আতিকুল ইসলাম লাভলু, মোল্লা আব্দুল গফফার, শেখ আকবর হোসেন সহ বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।