

বিপ্লব তালুকদার :নাটোর জেলা প্রতিনিধি । পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একিভূত করণ এবং চাকরি স্থায়ী করণের দাবিতে নাটোরের দুটি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারিরা গণছুটির আবেদন করেছে।রোববার থেকে আজ পর্যন্ত শতাধিক কর্মকর্তা ও কর্মচারি গণছুটির আবেদন করে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম ফকরুল আলম জানান,তার অধিনে থাকা ৩টি জোনাল অফিসের ৭৪ জন কর্মকর্তা কর্মচারি ছুটির আবেদন করে।তবে তিনি তা গ্রহণ করেননি।এদিকে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধিন লালপুর জোনাল অফিসের কিছু কর্মকর্তা কর্মচারি ছুটির আবেদন ফর্মে অন্যদের জোর পূর্বক সাক্ষর নেয়ার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। তবে কোন আবেদন জমা পড়েনি বলে দাবি করেন পিবিএস-২ এর জিএম বিপ্লব কুমার সরকার। গণছুটির কারণে বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে গ্রাহকদের মাঝে।এদিকে বিদ্যুৎ মন্ত্রনালয় থেকে ২৪ ঘস্টার মধ্যে এসব কর্মচারিদের কাজে ফেরার নির্দেশ দেয়া হয়েছে।