

বিপ্লব তালুকদার :নাটোর জেলা প্রতিনিধি নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের আগমুরশন গ্রামে পারিবারিক কলহের জেরে মোছাঃ পারভীন (৩৮) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে পারভীন নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজন ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। প্রতিবেশীদের বরাতে জানা গেছে, পারভীনের স্বামী মোঃ ওবায়দুল এবং ছেলের সঙ্গে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই কলহের জেরেই তিনি আত্মহননের পথ বেছে নেন। বর্তমানে তার মরদেহ নিজ গ্রামে রাখা হয়েছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।