

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান দাকোপ উপজেলা সদর চালনা পৌরসভায় শিশু বান্ধব সেরা চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১০ ই সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে প্রিস্নপাল সাগর সেনের সভাপতিত্বেও পরিচালক সাগর সেনের সঞ্চালনায় ২য় সাময়িকভাবে পরিক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন।এময় তিনি বলেন,এক জন শিক্ষার্থী ভালো হওয়ার পিছনে অবশ্যই প্রয়োজনীয় ভূমিকা পালন করতে হবে অভিভাবক কে।আপনাদের সহায়তা আর ভালো সহযোগীতার মাধ্যমেই আপনার সন্তান সাফল্যের চঁড়ায় পৌঁছাতে পারবে।আপনি যদি তার খারাপ ফলাফলে উৎসাহ না দিয়ে বকা দেন তাহলে সে পড়া লেখার প্রতি মনোযোগী নাও হতে পারে।তাহলে অবশ্যই আপনি আপনার সন্তানকে সর্বাত্মক সমর্থন করবেন ভালো ফলাফলের ক্ষেত্রে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহম্মদ বজলুর রগমান, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় সেই একইসাথে আমাদের প্রিয় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যার সাগর সেন নেপাল থেকে ছবি আঁকায় যে সম্মাননা পেয়েছিলো সেই উপলক্ষ্যে সকলকেই মিষ্টি খাওয়ানো হয়।