(মোঃ সাইদুল ইসলাম) নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন চাকধাপারা রফিকুল মাস্টারের মা আনিছা বেগম গতকাল রাত ৯টায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…..রাজিউন) মৃত আনিছা বেগম চাকধাপারা গ্রামের মৃত জয়নাল আবেদীন সরকারের স্ত্রী। মৃত কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। আনিছা বেগম বাধ্যক জনিত কারনে গত কিছুদিন যাবত বিছানায় শায়িত ছিল। মৃত আমেনা বেগম মৃত কালে ৩ ছেলে ১ মেয়ে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাযার নামাজ আজ বাদ যোহর চাকধাপারা অনুষ্ঠিত হয় । জানাযা শেষে পারিবারিক কবরস্থে তাকে দাফন করা হয়।
সর্ম্পকিত খবর সমূহ..
September 9, 2024