Uncategorized

ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলা হিসাবরক্ষণ অফিসারের কার্যালয়ে, দুদকের অভিযান আটক ২

সোহরাওয়ার্দী খোকন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় দুদকের অভিযানে ঘুষ লেনদেনের সময় ০২(দুই ) জন আটক। জানা গেছে আজ ১১:০০ হতে ১২ :৩০ ঘটিকা পর্যন্ত ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (ইএও) এর কার্যালয়ে জনাব মোঃ আজমির শরীফ মারজী সহকারি পরিচালক ও উপ পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় ঠাকুরগাঁও ও হরিপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে ঘুষ লেনদেন করার সময় ১) মোঃ শেরিকুজ্জামান (৫০), পিতা -মোঃ আলী, সাং-বড়ভিটা, থানাঃ কিশোরগঞ্জ, জেলাঃ নীলফামারী, পদবী-হরিপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, ২)মোঃ আব্দুল মান্নান (৩৯), পিতা-মোঃ আব্দুল মোত্তালিব, সাং-হাজীপাড়া, থানাঃ ঠাকুরগাঁও জেলাঃ ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁওদ্বয়কে নগদ ৫০০০/-( পাঁচ হাজার) টাকাসহ আটক করা করা হয়। বর্তমানে আসামীদ্বয় দুদকের হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *