তাহিরপুর উপজেলা প্রতিনিধি।
সপ্তম ধাপে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষনার পর থেকেই উপজেলার তাহিরপুর সদর, বালিজুরী, বাদাঘাট, উত্তর বড়দল, দক্ষিণ বড়দল, উত্তর শ্রীপুর, দক্ষিণ শ্রীপুরসহ ৭টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে।
অন্যদিকে, বিএনপি দলীয় ভাবে কোন প্রার্থী নির্বাচনে না গেলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন আর মাঠ চসে বেড়াচ্ছেন রাত দিন।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে এখন ঢাকায় অবস্থান করে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করছেন জমাও দিয়েছেন আ. লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা। প্রার্থীরা তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি জোর লবিং চালাচ্ছেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও। নিজ নিজ অবস্থান থেকে দলীয় মনোনয়ন পেতে আশাবাদী সকল প্রার্থীগন।
তবে এবারের নির্বাচনে কোন কোন ব্যক্তি নৌকার হাল ধরবেন সেই আলোচনাই এখন সাধারণ ভোটারদের মুখে মুখে চলছে।চলছে ভাল আর মন্দের আলোচনা।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের বিভিন্ন উন্নয়ন আর প্রতিশ্রুতি দিয়ে হাটবাজার, পাড়া মহল্লায় তাদের কর্মী সমর্থকরা তাদের পছন্দের প্রার্থীদের ছবি সম্বলিত বিভিন্ন রং বেঙের পোস্টার, ব্যানার ও লিফলেট টালিয়ে তাদের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে খুব জোড়ে।
তফসিল ঘোষণা অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৫ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণ ৭ ফেব্রুয়ারি।
আ,লীগের দলীয় মনোনয়ন দৌড়ে ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হলেন- শ্রীপুর উত্তর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের সদস্য এবং সাবেক চেয়ারম্যান আবুল হোসেন খান, জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল খায়ের,
স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলী হায়দার, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির আলীর পুত্র ছালে আহমেদ সবুজ।
তাহিরপুর সদর ইউনিয়নে-সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সদস্য মোতাহার হোসেন আখঞ্জি শামীম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এবং এই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন বর্তমান চেয়ারম্যান বোরহান উদ্দিন,বাচ্চু মিয়া, আতিকুর রহমান আতিক, হুসাইন শরিফ বিপ্লব।
বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুনাব আলী।
বাদদঘাট ইউনিয়নে- বর্তমান চেয়ারম্যান ও বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আফতাব উদ্দিন,সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন,সুনামগঞ্জ জেলা শাখার জাতীয় শ্রমিকলীগের সহ সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন,সুজাত মিয়া।
বড়দল উত্তর ইউনিয়নে- সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ জামাল উদ্দিন, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ মাসুক মিয়া।
বিএনপি সমর্থীত হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম।
বড়দল দক্ষিণ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হাজ্বী ইউনুস আলী, জাতীয় শ্রমিকলীগ তাহিরপুর উপজেলা শাখার সদস্য সচিব হাজ্বী আব্দুল কুদ্দুস, বড়দল দক্ষিণ ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি ডাঃ রহমত আলী, আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
বিএনপির সমর্থীত স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন সাবেক চেয়ারম্যান সবুজ আলম।
বালিজুরী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে রয়েছেন সবার প্রিয়, জনগনের আস্থার স্থল, বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজ সেবক এবং বাংলাদেশ স্থলবন্দর সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আজাদ হোসাইন,রয়েছেন বালিজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সামায়ুন কবির,সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মিলন তালুকদার এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন বর্তমান চেয়ারম্যান আব্দুর জহুর তালুকদার। বিএনপি থেকে ফেরদৌস আলম প্রমুখ।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে সাবেক যুবলীগ সভাপতি বর্তমান চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, জেলা আওয়ামী সদস্য আতিকুর রহমান আতিক,
উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম মাসুক,আ,লীগ নেতা কৃষ্ণ গোপাল তালুকদার মানব। এবং বিএনপির সমর্থীত স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন শামীম আহমদ মুরাদ, এডভোকেট মানিক মিয়া,বাবুল আহমেদ।