লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চরম ভরাডুবি ঘটেছে। ১১টি ইউনিয়নের মধ্যে নৌকা বিজয়ী হয়েছে মাত্র ২টিতে। যদিও ৪টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাই বিজয়ী হয়েছেন/ অবশিষ্ট ৫টি ইউনিয়ন বেনামে দখলে নিয়েছে বিএনপি/ প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৩নং বহরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আলাউদ্দিন নৌকা প্রতীক নিয়ে ৫৬৮১ ভোটে বিয়জী, ৫নং আন্দিউড়া ইউনিয়নে আলহাজ্ব আতিকুর রহমান আতিক নৌকা প্রতিক নিয়ে ৫২১৯ ভোটে বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগের বিজয়ী বিদ্রোহী প্রার্থীরা হলেন ১১নং বাঘাসুরা ইউনিয়নে সাহাব উদ্দিন (ঘোড়া) প্রতিক নিয়ে ৫৮৪৫ ভোটে বিয়জী ৮নং বুল্লা ইউনিয়নে মিজানুর রহমান মিজান (আনারস) প্রতিক নিয়ে ৩৭২৫ ভোটে বিয়জী, ৭নং
জগদীশপুর ইউনিয়নে মাসুদ খান (সিএনজি) প্রতিক নিয়ে ৬৩২৬ ভোটে বিয়জী ও ১নং ধর্মঘর ইউনিয়নে ফারুক আহমেদ পারুল (আনারস) প্রতিক নিয়ে ৭৭০৮ ভোটে বিজয়ী
বিএনপি সমর্থিত বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন, ৯নং নোয়াপাড়া ইউনিয়নে সৈয়দ মোঃ আতাউল মোস্তফা সোহেল (আনারস) প্রতিক নিয়ে ৮৮২৪ ১০নং ছাতিয়াইন ইউনিয়নে মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ (ঘোড়া) প্রতিক নিয়ে ৪০৪২ ভোটে বিজয়ী ৪নং আদাঐর ইউনিয়নে মীর খুরশেদ আলম (চশমা) প্রতিক নিয়ে ২৮৭৫ ভোটে বিজয়ী ২নং চৌমুহনী ইউনিয়নে মাহবুবুর রহমান সোহাগ (ঘোড়া) প্রতিক নিয়ে ৮৯১২ ভোটে বিজয়ী ও ৬নং শাহজাহানপুর ইউনিয়নে পারভেজ হোসেন চৌধুরী (চশমা) প্রতিক নিয়ে ১১৩১০ ভোটে বিজয়ী।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ৪টি, বিএনপি ২টি, আওয়ামী লীগের বিদ্রোহী/স্বতন্ত্র ৩টি ও ১টিতে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী ৪নং পাইকপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াহেদ আলী মাস্টার (নৌকা) প্রতীক নিয়ে ৭৪৮৯ ভোটে বিজয়ী ৮নং সাটিয়াজুরী ইউনিয়নে আব্দালুর রহমান আব্দাল (নৌকা) প্রতীক নিয়ে ৬৪১২ ভোটে বিজয়ী, ৯নং রানীগাঁও ইউনিয়নে মোস্তাফিজুর রহমান রিপন (নৌকা) প্রতিক নিয়ে ৭৩৫১ ভোটে বিজয়ী ও ১০নং মিরাশী ইউনিয়নে মানিক সরকার নৌকা প্রতিক নিয়ে ৫৪২৩ ভোটে বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগের বিজয়ী বিদ্রোহী/স্বতন্ত্র প্রার্থীরা হলেন ২নং আহম্মদাবাদ ইউনিয়নে জাকির হোসেন পলাশ (ঘোড়া) প্রতিক নিয়ে ৬৭৬৬ ভোটে বিজয়ী ৩নং দেওরগাছ ইউনিয়নে মহিতুর রহমান সুমন ফরাজি (চশমা) প্রতিক নিয়ে ৭৯১০ ভোটে বিজয়ী ও ৬নং চুনারুঘাট সদর ইউনিয়নে মাহবুবুর রহমান চৌধুরী (আনারস) প্রতিক নিয়ে ৪৮৫৭ ভোটে বিজয়ী, বিএনপি সমর্থিত বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন, ১নং গাজীপুর ইউনিয়নে মোহাম্মদ আলী (মোটর সাইকেল) প্রতিক নিয়ে ৬৪৮০ ভোটে বিজয়ী ও ৭নং উবাহাটা ইউনিয়নে এজাজ ঠাকুর চৌধুরী (আনারস) প্রতিক নিয়ে ৮২৭৮ ভোটে বিজয়ী এছাড়াও ৫নং শানখলা ইউনিয়নে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী এডভোকেট নজরুল ইসলাম (ঘোড়া) প্রতিক নিয়ে ৬৫০৯ ভোটে বিজয়ী।