সাইফুর রহমান শামীম,,কুড়িগ্রাম :
ভুরুঙ্গামারী উপজেলার সদর ভুরুঙ্গামারী ইউনিয়ন পরিষদ নির্বাচন ষষ্ঠ ধাপে ৩১জানুয়ারী ২০২২খ্রিঃ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ নির্বাচনকে সামনে রেখে ভুরুঙ্গামারী উপজেলা জাতীয় পার্টির সক্রিয় নেতা ও জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার চুড়ান্ত প্রার্থী তিনবারের সফল চেয়ারম্যান এ কে এম মাহমুদুর রহমান রোজেন আসন্ন ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। এলাকার জনগনের সমর্থন ও দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের আস্থা -ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন।
তিনি এলাকার সাধারণ মানুষের সুখে দুঃখে সর্বদা পাশে থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচনে জনমত গঠনে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। তিনি যোগ্য নেতৃত্বের মাধ্যমে এলাকার উন্নয়নের স্বার্থে ব্যস্ত সময় পার করছেন।
চেয়ারম্যান প্রার্থী রোজেন গনসংযোগ কালে বলেন, আমাকে আপনারা তিনবার নির্বাচিত করেছেন,।আমি সেই মুল্যায়নের মর্যাদা রাখার চেষ্টা করেছি। তিনি আরও বলেন, শুধু
চেয়ারম্যান নয় ভুরুঙ্গামারী ইউনিয়নের সেবক হয়ে থাকতে চাই। রোজেন বলেন,,আবারো মানুষের সেবা করার সুযোগ পেলে নয়টি ওয়ার্ডের সার্বিক উন্নয়নের চেষ্টা করবো।
প্রসঙ্গত- ভুরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের তিনবারের সফল চেয়ারম্যান এ কে এম মাহমুদুর রহমান রোজেন দায়িত্বে থাকাকালীন সময়ে বিভিন্ন রাস্তাঘাট ব্রিজ-কালভার্ট, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সেনিটেশন ও নানা উন্নয়নমূলক কর্মকান্ড স্বচ্ছতার সাথে পরিচালিত করাসহ ইউনিয়ন পরিষদকে মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত করণ, শিক্ষা স্বাস্থ্যর উন্নয়ন, অবহেলিত নেতিয়েপড়া জনগোষ্ঠীদের সহযোগিতা-আর্থ সামাজিক উন্নয়নের দাবি আদায়ে বলিষ্ঠ ভুমিকা রেখেছেন। অসহায় ও দুস্থদের মাঝে সরকারী বরাদ্দকৃত সাহায্য-সহযোগিতা সঠিকভাবে বন্টন করাসহ তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত অর্জন করেছেন।
পাশাপাশি নিজস্ব অর্থায়নেও অসহায় ও অবহেলিত নেতিয়েপড়া জনগোষ্ঠীদের আর্থিক সহযোগিতা এবং মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতা করে আসছেন। শীতাত মানুষের মাঝে কম্বল বিতরন করাসহ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড স্বচ্ছতার সাথে পরিচালিত করতে নিবেদিতভাবে কাজ করছেন।
একান্ত স্বাক্ষাতকারে এ প্রতিনিধি কে ভুরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের তিনবারের সফল চেয়ারম্যান এ কে এম মাহমুদুর রহমান রোজেন জানান, দেশকে এগিয়ে নিতে প্রয়োজন এখন তৃনমূল পর্যায়ে আরও যোগ্য নেতৃত্বের। সেই যোগ্য নেতৃত্ব দিতে অতন্ত্রপ্রহরীর মতো ভুরুঙ্গামারী ইউনিয়নের মানুষের সেবক হিসেবে কাজ করছি। এবারের নির্বাচনে ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে নিজেকে প্রস্তুত রেখেছেন। ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদ কে পরিচ্ছন্ন ও মডেল হিসেবে গড়ে তুলতে চাই। আর সেজন্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সন্মানিত ইউনিয়নবাসীর সমর্থন ও সহযোগিতা চেয়েছেন।