করোনার উচ্চ ঝুঁকিতে থাকায় গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ও পুলিশ প্রশাসনের তৎপরত
জাহাঙ্গীর খাঁন স্টাফ রিপোর্টারঃ করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে কুষ্টিয়া জেলা সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক চিন্হিত হওয়ায় করণীয় ও নির্দেশনা আর পূর্বান্হে দেয়া ঘোষনা অনুযায়ী গতকাল বৃহস্পতিবার থেকে মাঠে তৎপরতা লক্ষ্য করা গেছে ভেড়ামারা উপজেলা ও পুলিশ প্রশাসনের। আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে মাস্ক পরিধান, টিকা গ্রহনের বিষয়ে সচেতনতা সৃষ্টির উদ্যোগ ও স্বাস্থ্য বিধির প্রতি বিনয়ী না হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানালেন ভেড়ামারা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীনেশ সরকার। ভেড়ামারা সার্কেলের সুযোগ্য অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইয়াসির আরাফাত এসময় আভিযানিক দলের অন্যতম নেতৃত্বে ছিলেন । ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেকসোনা খাতুন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান, নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) নান্নু খান এসময় আভিযনিক দলের সাথে থেকে কার্যক্রম পরিচালনায় ইতিবাচক ভুমিকা রাখেন। জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলিম স্বপন ও ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল এবং রেলবাজার বণিক সমিতির সাধারন সম্পাদক আবু দাউদ এসময় জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ ফলপ্রসূ করতে এই অভিযানের সাথে সংহতি প্রকাশ করেন। বাজারের মধ্যকার যানজট নিরসনে প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।।