রাজশাহীর পুঠিয়ায় দিনে দুপুরে ভ্যান চালকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই


নাটোর-রাজশাহী মহাসড়কে দিনে দুপুরে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই! পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় এক ভ্যান চালকে মারাত্মকভাবে কুপিয়ে টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ২০ মার্চ দুপুর দেড়টার দিকে ওই ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার জিউপাড়া ইউনিয়নের সেনভাগ গাওপাড়া ঢালান এলাকার মোঃ আলমগীরের ছেলে, আলম আলী নাটোর-রাজশাহী মহা সড়ক দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিলেন, পথিমধ্যে হেলমেট পরা তিন যুবক মোটরসাইকেল নিয়ে এসে পথ আগলে কিছু বুঝে ওঠার আগেই তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে, আলমের নিকট থাকা ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন দিন দুপুরে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আলমের দুই পা, দুই হাত, বুকে এবং পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। দিনে দুপুরে এমন ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ওই ঘটনায় এখন ওকে গ্রেপ্তার হয়নি। এ বিষয়ে আহত আলম আলী বলেন, আমি হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিলাম পিছন থেকে মোটরসাইকেল নিয়ে এসে আমাকে ডাক দেয়। আমি কাছে যেতেই আমার উপর ছুরি চাপাতি দিয়ে হামলা চালায় এবং আমার মাথায় বাড়ি দিয়ে ফেলে দেয়। পরে আমার কাছে থাকা ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায় তারা তিনজনেই হেলমেট পড়া ছিল। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।