সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নে এক প্রবাসীর উদ্যোগে ঘেচুয়া, মজলি, ছয়গরী, গাজিরকান্দি, চান্দপুর,সিরাজপাড়া,খারিজা সহ প্রায় ১০টি গ্রামে শিক্ষার আলো শিক্ষার আলো ছড়িয়ে দিতে গড়ে উঠেছে উবায়দুল হক একাডেমি নামের একটি মাধ্যমিক বিদ্যালয়।
আজ মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছবুর এ-র সভাপতিত্বে একাডেমির প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন এর পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের ছাত্র ফখরুল আমিন রাহী ও গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা শ্রী নিপেন্দ বিশ্বাস।
এতে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপি এম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ – বিয়ানিবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন,প্রবীণ শিক্ষক মাহতাব উদ্দিন।
প্রধান অতিথি মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপি এম বক্তব্যে শুরুতে হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে বলেন, আজ আমরা যে দেশে স্বাধীন ভাবে চলাফেরা করতেছি বঙ্গবন্ধুর জন্ম না হলে আপনারা আজ আমার মতো বাংলাদেশি অফিসার পেতেন না।আমাদের দেশটা পাকিস্তান সরকার শাষণ করতো।
তিনি একাডেমির উদ্যোগতাদের স্বাগত জানিয়ে বলেন, আমি আসতে শুনলাম এই এলাকা থেকে ৩ কিলোমিটারের মধ্যে কোন মাধ্যমিক বিদ্যালয় নেই।আপনাদের এলাকায় অত্র বিদ্যালয় হওয়ার ফলে যেমনি শিক্ষার আলো প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে, তেমনি কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
তিনি আরো বলেন,এই স্কুলটিকে আপনারা নার্সিং করতে হবে কারণ আপনাদের অত্র প্রতিষ্টান দাড় করালে আগামি প্রজন্ম উপকৃত হবে।শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন,তোমরা সপ্ন দেখতে শেখ, সপ্ন মানুষকে বাচিয়ে রাখে,তোমরা মনে দিয়ে পড়া শুনা করো,মনে দৃড় বিশ্বাস রাখো যে তোমাদের কিছু হতে হবে।একদিন তোমাদের মধ্যে থেকে অনেকে সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করবে বলে প্রত্যাশা করেন।
জকিগঞ্জের আইন শৃঙ্খলা নিয়ে তিনি বলেন,
সরকার মহোদয় মাদকের ব্যাপারে জিরো টলারেন্সে নিয়ে আসতে চায়, আমরা সরকারের সেই অঙ্গীকার নিয়ে কাজ করছি, জকিগঞ্জ থানাকে শতভাগ মাদক মুক্ত করতে আমাদের পুলিশ কাজ করে যাচ্ছে। যদি আপনাদের এলাকায় মাদক সাথে কেউ জড়িয়ে পড়ে তাহলে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।পরে তিনি একাডেমির সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে উবায়দুল হক একাডেমির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উবায়দুল একাডেমির সভাপতি হাজী তাহির আলী,এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী রায়হান উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী আনোয়ার হোসেন হেলালী ,আব্দুল আহাদ,আব্দুল আজিজ,
সিরাজুল ইসলাম সিরু, জাতীয় পার্টির নেতা আব্দুল আহাদ সহ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ।
এমআইএইচ/একে