মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও:
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৩দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়। ২৪ মার্চ বৃহস্পতিবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর আয়োজনে বিতরণ অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ, বিশেষ অতিথি অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আরিফুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আলাউদ্দীন প্রমুখ। এ সময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে প্রশিক্ষণের প্রয়োজন আছে। প্রতিদিন প্রতিনিয়ত আমরা শিখছি। আমরা যখন নিজেকে মনে করবো আমি একজন শিক্ষার্থী তখনি আমরা একজন ভাল চাকুরিজীবী, একজন ভাল বাবা, একজন ভাল স্ত্রী, একজন ভাল স্বামী, একজন ভাল পথিক, একজন বড় সহযাত্রিক হতে পারবো। একটি উদাহরণ টেনে বলেন আমাদের মধ্যে কমনসেন্স খুব আনকমন হয়ে পড়েছে। সহকর্মী, সহযাত্রি, অফিসের উর্ধতন কর্তৃপক্ষ, স্ত্রী, বাচ্চাদের সাথে কিভাবে মেলামেশা করতে হবে সেটা শেখা উচিত। লেখাপড়ায় আপনার থেকে যে বড়, আপনার থেকে বেশি জানে, যিনি বেশি অভিজ্ঞ। আসলে অভিজ্ঞতা মানুষকে অনেক বড় শিক্ষক করে তোলে।