Uncategorized

বিয়ের প্রলোভন দিয়ে পরকীয়া প্রেমিকাকে বাড়িতে নিয়ে মারধরের অভিযোগ 

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পুঠিয়ায় বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিকা জুলেখা খাতুন রুলি (৩০) কে বাড়িতে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেলের বিরুদ্ধে,সম্পর্কে রুবেলের চাচী জুলেখা। আহত জুলেখা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। বৃহস্পতিবার পুঠিয়ার কান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবারে জুলেখা হাসপাতালে ভর্তি হয়। জুলেখা জানায়, বিয়ের দাবিতে প্রেমিকের ঘরে তিনদিন ধরে অনশন করে সে। তাদের মধ্যে চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। মঙ্গলবার বিকালে তার প্রেমিক পুঠিয়া ইউপির সদস্য রুবেল তাকে বিয়ে করার কথা বলে রাজশাহীতে খালার বাড়িতে নিয়ে যায়। পরে রুবেলের খালা তাদেরকে বাড়ি থেকে বের করে দিলে মঙ্গলবার রাতেই কান্দ্রা গ্রামের তার নিজ বাড়িতে নিয়ে আসার পর রুবেল ও তার স্ত্রী মায়া তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এদিকে রুবেলের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার স্ত্রী মায়া তার স্বামীর প্রেমিকা জুলেখাকে মারধরের বিষয়টি অস্বীকার করে। পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, দুই পক্ষ মৌখিকভাবে থানায় এসে জানায়,কিন্তু কোন পক্ষ এই বিষয়ে অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *