সারাদেশে

ভোলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ভোলা সদর প্রতিনিধি// আমার দেশ সম্পাদক, প্রকাশক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা পাঠক মেলা’র আয়োজনে ২৬ এপ্রিল শনিবার, ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, পেশাজীবী, সাংস্কৃতি কর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট এখনো বাংলাদেশ থেকে নিপাত হয় নাই। ফ্যাসিস্টের প্রেতাত্মা বিতর্কিত মেঘনা গ্রুপ ও ৭১ টেলিভিশনের চেয়ারম্যান মোস্তফা কামাল আমার দেশ সম্পাদক, প্রকাশকসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে যে অদ্ধত্য দেখিয়েছেন, তা অত্যন্ত নেককারজনক। আমরা এর তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। স্বৈরাচার মুক্ত হওয়ার পরে এই সময় এসে বিশ্ব বরেণ্য সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজপথে নামতে হবে এটা আমরা কখনো আশা করি নাই। হামলা মামলা বা জুলুম করে মাহমুদুর রহমানকে থামানো যাবে না। এটা মনে হয় ফ্যাসিস্ট ভুলে গেছে। অনতিবিলম্বে মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করা না হলে বাংলাদেশের ২০ লক্ষ মানুষ ৫ই আগস্ট এর মত আবার রাজপথে নামতে বাধ্য হবে। বক্তারা আরো বলেন, প্রধান উপদেষ্টার আমরা দৃষ্টি আরোপ করতে চাই, অনতিবিলম্বে ফ্যাসিস্ট মোস্তফা কামালকে গ্রেফতার করে, তার অবৈধ সকল সম্পদ ক্রোপ করা হোক এবং মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের ব্যবস্থা করুন। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক নেতা কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা হারুনুর রশিদ, ভোলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট তোয়াহা, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম, আমার দেশ জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, ২১ টেলিভিশন প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী নেয়ামত উল্লাহ, যুগান্তর ও আর টিভি’র স্টাফ রিপোর্টার হেলাল উদ্দিন গোলদার, জেলা মিডিয়া ক্লাবের সভাপতি জামাল উদ্দিন, ভোলা সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, ক্যাব এর জেলা সভাপতি সুলাইমান, এটিএন নিউজের জেলা প্রতিনিধি সিদ্দিক উল্লাহ, জেলা জার্নালিস্ট ফোরামের সেক্রেটারী ইমরান হোসেন, আমার দেশ চরফ্যাশন উপজেলা প্রতিনিধি লোকমান হোসেন, তজুমদ্দিন প্রতিনিধি এরশাদ সোহেল, দৌলতখান প্রতিনিধি এম এ খায়ের, মনপুরা প্রতিনিধি ওহিদুর রহমান, বোরহান উদ্দিন প্রতিনিধি ফয়সাল আহমেদ, সাংস্কৃতিক কর্মী এস এম বাহাউদ্দিন, সাংবাদিক আনোয়ার হোসেন। মানববন্ধনে রাজনীতিবিদ সমাজকর্মী সাংস্কৃতিক কর্মী সাংবাদিক ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *