রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ:
পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলায় ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩০,৮৪০ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড এর মাধ্যমে ভর্তুকি মূল্যে স্বল্প আয়ের মানুষের নিকট টিসিবি’র (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু হয়েছে।
তারই ধারাবাহিকতায় সোমবার(৪এপ্রিল) প্রথম ধাপের উপজেলার জালালপুর ইউনিয়নের পরিষদ প্রঙ্গনে পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন ইউপি চেয়াম্যান হাজী সুলতান মাহমুদ।
এ সময় ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন এলজিইডি-এর উপসহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান। এছারাও টিসিবির পণ্য বিক্রয়ের সময় অত্র ইউনিয়নের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
টিসিবির পন্যের মূল্য তেল প্রতি কেজি ১১০টাকা হারে ২কেজি। চিনি প্রতি কেজি ৫৫ টাকা হারে ২কেজি এবং প্রতি কেজি মুসুর ডাউল ৬৫ টাকা করে ২কেজি, পুরো প্যাকেজের মূল্য ৪৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
দ্বিতীয় ধাপেও সকল উপকারভোগীকে স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার নির্দিষ্ট ভেন্যু থেকে টিসিবি পণ্য কিনতে পারবে