মনিরুজ্জামান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে পুলিশ সদস্যদের মাঝে ইফতার সামগ্রী হিসেবে খেজুর বিতরণ করা হয়েছে। রোববার সন্ধ্যার দিকে পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে প্রধান অতিথি হিসেবে এ খেজুর বিতরণ করেন পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম।
এ সময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোছাঃ ফারহানা ইয়াসমিন, আরআই, আরও-১সহ বিভিন্ন থানা, ফাঁড়ি, পুলিশ ক্যাম্পের অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। এ সময় থানা, ফাঁড়ি ও পুলিশ ক্যাম্পে অবস্থানরত সকল অফিসার ও ফোর্সের জন্য ৫ কেজি করে মোট ৮৫ কেজি ও পুলিশ লাইনসে অবস্থানরত সকল অফিসার ও ফোর্সদের জন্য ৭৫ কেজিসহ ২২৫ কেজি খেজুর ইফতার সামগ্রী হিসেবে বিতরণ করা হয়েছে।