কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন হাওর অঞ্চলে টেকসই
পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় নিয়োজিত এনজিওকর্তৃক উপজেলা পর্যায়ে হাইজিন প্রমোশন, সচেতনা মূলক ও জরিপ পরিচালনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্দ্যেগেগতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলানির্বাহী কর্মকর্তা ব্যানার্জির সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামানের পরিচালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী,লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান তমিজ উদ্দিন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন, দিঘীরপাড় ইউপির চেয়ারম্যান আব্দুল মুমিন মুহিন চৌধুরী, বড়চতুল ইউপির চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, রাজাগঞ্জ ইউপির চেয়ারম্যান মাওলানা সামছুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমূখ।
সভায় হাওর অঞ্চলে টেকসই পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রকল্পের কো-অডিনেটর প্রোগ্রামস ফারুক আহমদ, উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার রিনা বেগম সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ। এ সময় প্রকল্পের উদ্দেশ্য, এনজিওর মাধ্যমে হাইজিন প্রমোশন কার্যক্রম বাস্তবায়ন, হাইজিন প্রমোশন কার্যক্রম ও বাস্তবায়ন পদ্ধতির উপর আলোচনা করা হয়। জানা যায় কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে লক্ষীপ্রসাদ পূর্ব, লক্ষীপ্রসাদ পশ্চিম, দিঘীরপাড়, বড়চতুল, ঝিঙ্গাবাড়ি ও রাজাগঞ্জ ইউনিয়নে এ প্রকল্পের কার্যক্রম শুরু করার লক্ষ্যে ইতিমধ্যে জরিপ শুরু হয়েছে।