সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন , আমার আমলেই ইউনিয়নবাসীর সকল নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করব। কেউ যেন হয়রানি না হয় সেজন্য আমি পরিষদের দায়িত্বরত সবাইকে নিয়ে একাত্ত ভাবে কাজ করছি। রায়গঞ্জ ইউনিয়নে মাদক ও সন্ত্রাস মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে অদম্য গতিতে দিনরাত কাজ করে যাবো।
রায়গঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মণ্ডল আরো বলেন, রায়গঞ্জ ইউনিয়নের সমস্ত রাস্তাঘাট উন্নয়ন, নতুন রাস্তা নির্মাণ, রাস্তার পাশে লাইটিং,, শতভাগ শিক্ষার হার, ন্যায়বিচার প্রতিষ্ঠা, তথ্য ও প্রযুক্তি নির্ভর ইউনিয়ন গড়া, ও বর্তমান সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার নিমিত্তে যে সমস্ত কাজ করা দরকার সে সমস্ত সকল কাজ আমি রায়গঞ্জ বাসীর জন্য করে যাবো ইনশাল্লাহ।