ফায়সাল মাহমুদ দুর্গাপুরঃ
নিত্য প্রয়োজনীয় পন্যের দাম এক সপ্তাহের ব্যবধানে সবজি পন্যের দাম করলেও বৃদ্ধি পেয়েছে ভোজ্য তেল সয়াবিন ও সরিষা তেলের বাজার মুল্য।
শুক্রবার ঐতিহাসিক তাহেরপুর বাজার ঘুরে আজকের বাজারদর।
আলু ১২ টাকা প্রতিকেজি,পিঁয়াজ ১০/১৫ টাকা প্রতিকেজি, মুলা ১৫ টাকা প্রতিকেজি, বেগুন ৬০ টাকা প্রতিকেজি,কাঁচা মরিচ ১২/১৫ টাকা প্রতিকেজি,করলা ৫০/৫৫ টাকা প্রতিকেজি,টমেটো ১৮/২০ টাকা প্রতিকেজি, গাজর ২০ টাকা প্রতিকেজি,রসুন ৩০/৩৫ টাকা প্রতিকেজি,লেবু ১০ টাকা প্রতি পিচ,বরবটি ৫০ টাকা প্রতিকেজি,সাজনে ৫০ টাকা প্রতিকেজি, মিষ্টি কুমড়া ২০/২৫ টাকা কেজি, পালংশাক ও পুইশাক ৫/১০ প্রতি আটি, লাউ ২৫/৩০ কেজি।
চালের বাজার ঘুরে চালের বাজারদর আটাশ (৪৮),খাটোদশ (৪৩/৪৫),মিনিকেট (৫৫/৬০), জিরা (৫৫/৬০) টাকা।ঈদকে সামনে রেখে আতব চালের কেজি ১০০/১২০ টাকা দরে বিক্রিয় হচ্ছে।
এছাড়া মাংস বাজার ঘুরে এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজিতে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে,খাসির মাংস ৭০০ টাকা কেজি, গরুর মাংস ৬৫০ টাকা কেজি, ব্রয়লার ১৫০ টাকা কেজি।
সরকারের নিধার্রিত মুল্যের চেয়ে বেশি দামে খোলা সয়াবিল ও সরিষার তেল বিক্রিয় হচ্ছে, সয়াবিল খোলা ১৭৫/১৮০ টাকা প্রতি লিটার বিক্রিয় হচ্ছে। এছাড়া সরিষা ১৯০/২০০ টাকা এখনো অপরিবর্তিত রয়েছে।
রোজাকে কেন্দ্র করে তেলের দাম স্বাভাবিক এর চেয়ে মুল্য বৃদ্ধি সহ উৎপাদনকৃত কাচা সবজির দাম কমেছে।
বিশেষ উল্লেখ, পান, পেঁয়াজ, রসুন, কলা, বাগমারার উৎপাদনকৃত দ্রব্যের বাজার মুল্য কম হওয়ায় কৃষকদের মাথায় হাত পড়েছে।