এসকে এম হুমায়ুন নিজস্ব প্রতিবেদক:
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির আয়োজনে ষান্মাসিক শিখন ও মূল্যায়ন কর্মশালা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
১০ এপ্রিল(রবিবার) কচুয়া এপি অফিসের হল রুমে ষান্মাসিক শিখন ও মূল্যায়ন কর্মশালা উপলক্ষে এপির পক্ষ থেকে চলমান তিনটি প্রকল্পের কার্যক্রম সমূহ আলাদা-আলাদা ভাবে তুলে ধরেন।এদিন চলমান কার্যক্রম সমূহ নিয়ে মূল্যায়নের ভিত্তিতে কার্যক্রম সমূহ কিভাবে আরো গতিশীল করা যায় সে বিষয়ে পরিকল্পনা প্রনয়ণ করা হয়।
এদিন প্রোগ্রাম অফিসার সমর হালদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে কথা বলেন এপি ম্যানেজার তপন কুমার মন্ডল।তিনি বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনার পাশাপাশি উল্লেখ করেন ক্ষুধা হচ্ছে সাপের লক্ষ কনা ছোবলের মতো তাই হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের মধ্যদিয়ে ক্ষুধা মুক্ত একটি দেশ গঠনে আমাদের সকলের সহায়তা করা।
এরপর চলমান কার্যক্রম সমূহ মূল্যায়নের ভিত্তিতে আলোচনায় অংশ নেয় এপির পলাশ রঞ্জন সরকার,প্রোগ্রাম অফিসার কল্লোল বেনজামিন দাস,রিপন হালদার,বিপ্লব মন্ডল,শিউলি কস্তা এছাড়াও অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশ নেয় স্থানীয় সরকার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি,ধর্মীয় নেতৃবৃন্দ,গ্রাম উন্নয়ন কমিটির সদস্য ও শিশু ফোরামের প্রতিনিধি।