

কক্সবাজার সৈকতে ৫০ টি দোকান উচ্ছেদ ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখল করে স্থাপিত অস্থায়ী দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। ১২ অক্টোবর রবিবার সৈকতের সুগন্ধা পয়েন্টে পরিচালিত এ অভিযানে ৫০ টিরও বেশী দোকান উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আজিম খানের নেতৃত্বে অভিযানে জেলা প্রশাসন, সেনাবাহিনী ,র্যাব , জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ অংশ নেয়।
২/ছবি আছে খুরুশকুল থেকে অস্ত্র উদ্ধার হলেও আটক নেই ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে অভিযান চালিয়ে অস্ত্র ও তাজা বুলেট উদ্ধার করেছে র্যাব । শনিবার রাতে খুরুশকুলের ৫ নং ওয়ার্ডের জানার পাড়ায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাব- ১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানার পাড়ার জাকের চৌধুরীর পরিত্যক্ত বাড়ীতে অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরি এলজি, ১০ রাউন্ড তাজা গুলি, ৫টি শর্ট গানের তাজা সিসা কার্তুজ ও ২টি বাট যুক্ত ছুরি উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি । উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।