

বিপ্লব তালুকদার নাটোর জেলা প্রতিনিধি নাটোরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক জনাব আসমা শাহীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন, “জেলার মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।” তিনি আরও বলেন, “সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে নৈতিক মূল্যবোধ জাগ্রত হলে কিশোর অপরাধ অনেকাংশে হ্রাস পাবে।” সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) জনাব শোভন চন্দ্র হোড়, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা, যৌথ বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন সরকারি কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, এবং সাংবাদিক প্রতিনিধিবৃন্দ। সভায় বক্তারা মাদক সংক্রান্ত অভিযোগ, কিশোর অপরাধ, ট্রাফিক জট, অবৈধ যানবাহন চলাচল, নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও সামাজিক অপরাধ দমনের বিষয়ে মতামত প্রদান করেন। সভা শেষে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। আমরা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নাটোর জেলাকে শান্তি ও নিরাপত্তার মডেল জেলায় পরিণত করতে চাই।” সভায় জেলার গুরুত্বপূর্ণ বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদার এবং উৎসবকালীন সময় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরালো করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জেলা প্রশাসক সকল উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও জেলার আইন-শৃঙ্খলা উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।