এইচ এম শহীদ, পেকুয়া প্রতিনিধি :
জানা যায় কক্সবাজার পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের উলুদিয়া পাড়ার প্রবাসী ওমর ফারুকের সাথে গত ৭দিন আগে বিয়ে হয় টৈটং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার মৃত মোস্তাক আহমদের কন্যা কাসফার সাথে।অভিযোগ উঠেছে গতকাল রাতে স্বামী ওমর ফারুকের ব্যবসায়িক কাজের থাকা ৭লক্ষাধিক নগদ টাকা ও বিয়েতে দেয়া ৫ভরি স্বর্ণালঙ্কার নিয়ে প্রেমিক রাশেদের সাথে পালিয়েছে এই নববধূ।
এ ঘটনায় স্বামী ওমর ফারুক ও কাসফার মা শরুজ্জামান বাদি হয়ে পৃথক জিডি করেছেন।
ওমর ফারুক অভিযোগ করে বলেন, প্রেমিক রাশেদের সাথে ইমুতে যোগাযোগ করে তার স্ত্রী নগদ টাকাও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোজাখুজি করেছেন। তিনি থানায় জিডি করেছেন বলে জানান। পুলিশ তদন্ত করছেন বলেও জানান।