মোঃ তহিরুল ইসলাম,দর্শনা প্রতিনিধিঃ
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ ও আধুনিক সোনার বাংলা গড়ার মূল হাতিয়ার। আজকে যারা শিশু, আগামীকাল তারাই বিশ্বের নেতৃত্ব দেবে। আজ যারা বিখ্যাত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত একদিন তারাও শিশু ছিলেন। তাই শিশুদের সু শিক্ষায় শিক্ষিত করার বিকল্প নেই। শিশুরা নিস্পাপ পবিত্র এদের মধ্যে কোন পাপ নেই।
এদেরকে নিয়ে আমরা ভালো চিন্তা করলে পরবর্তী সময়ে এদের থেকে আমরা সুফল পাবো। শিশুরাই পারে আমাদের ইতিহাস, ঐতিহ্য ধারণ ও লালন করতে। এসময় তিনি শিক্ষার্থীদের লেখা পড়ার পাশা- পাশি খেলাধুলায় মনযোগী হওয়ার ব্যাপারে উচ্ছাসিত করেন। অভিাভাবকদের বলেন বাচ্চাদের প্রতি ভালো ভাবে যত্ন নিবেন পড়াশুনার চাপ প্রয়োগ না করে বন্ধুত্বসূলভ আচরন করে লেখা পড়া করানোর আহবান করেন।