রাজারহাটে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মোঃ হামিদুল ইসলাম
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
কৃষিতে কৃষকের উন্নয়ন ও ক্ষতি কাটিয়ে উঠে লাভজনক করতে এক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১০ টায় রাজারহাটে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উপকরণ প্রকল্পের আওতায় কৃষি আবহাওয়া তথ্য বিস্তার বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজারহাটের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আক্তারের উপস্থিতিতে বক্তব্য রাখেন খাজানুর রহমান অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুড়িগ্রাম, মোঃ আজিজুর ইসলাম অতিরিক্ত উপ পরিচালক (শস্য) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রাম মোঃ ফয়সাল আরাফাত কৃষি সম্প্রসারণ অফিসার রাজারহাট।
কৃষকদের মাঝে কৃষির আধুনিক তথ্য নিয়ে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আক্তার। তিনি কৃষকদের কাছ থেকে জেনে সমস্যা তুলে ধরে তার সৃজনশীল সমাধান প্রদান করেন। প্রতিকূল আবহাওয়ায় রবিশস্যের ক্ষতির পরিমাণ কমিয়ে কৃষকদের লাভবান হবার নানান দিক আলোচনা পূর্বক প্রশিক্ষণের সমাপ্তি হয়।