কচুয়া মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ২ লাখ টাকার মাছ নিধন
এসকে এম হুমায়ুন
নিজস্ব প্রতিবেদক।।
বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া এলাকায় একটি মৎস্য ঘেরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মাছচাষি দাউদ মৃধা ।মাছ চাষি দাউদ মৃধা গজালিয়া ইউনিয়নের বিষেরখোলা গ্রামের স্মাইল মৃধার ছেলে।
ঘেরের মালিক দাউদ মৃধা জানান,বিগত বেস কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে তাঁর মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ক্ষতি সাধন ও মাছ চুরির ঘটনা ঘটে যাচ্ছে।এ ঘটনায় তিনি তাঁর প্রতিবেশী কয়েকজনকে সন্দেহ করলেও কোন তথ্য প্রমাণ না থাকায় কিছু করতে পারছেন না।তার ব্যাবসা বন্ধ করার জন্য একটি সংঘবদ্ধ চক্র এ কাজ করে যাচ্ছে।আর এবারও তাঁরাই এই মৎস্য ঘেরে এ বিষ প্রয়োগ করেছে।
তিনি বলেন,গতকাল রবিবার সকালে মৎস্য ঘেরে গিয়ে দেখতে পাই বাগদা ও গলদা চিংড়ির পোনা মরে ভেসে উঠছে।এতে আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।আগের ঘটনায় একাধিক বার থানায় লিখিত অভিযোগ করলেও কোন প্রতিকার না পাওয়ায় এবার অভিযোগ করিনি তবে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রহমতুল্লা কে ঘটনাটি মৌখিক ভাবে জানিয়েছি।
প্রতিবেশী দুলালা গাজীর সাথে এ বিষয়ে কথা বল্লে তিনিও একি কথা বলেন।ক্ষতিগ্রস্থ ঘের মালিক সহ আশেপাশের ঘের মালিকেরা এমন ঘটনায় উদ্বিগ্ন।
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024