ফায়সাল মাহমুদঃ
রাজশাহী বাগমারার তাহেরপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন এর বিদায় উপলক্ষে চেক প্রদান ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।।
প্রভাষক মাসুদ রানা ও সোহেল রানার সঞ্চালনায়, আজ ১৪ জুন রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় তাহেরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ক্লাস রুমে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ৬০ বছর শিক্ষকতা শেষে তাহেরপুর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আজ বিদায়ের পালা, দায়িত্বপালন করেছেন তাহেরপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রধান হিসেবে।
১৯৮৮ অর্থনীতি বিষয় নিয়ে চাকুরী জীবন শুরু এরপর ২০১৩ সালে অস্থায়ী পরে ২০১৪ সালে স্থায়ী ভাবে তাহেরপুর বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যপনা শুরু করেন অধ্যপক তোফাজ্জল হোসেন।
উপস্থিত বক্তৃতারা অধ্যপকের সাথে কাটানো মুহুর্ত গুলো ও কলেজ ক্যাপাসের সার্বিক বিষয় বলতে গিয়ে চোখের কোণে অশ্রুজল মনভাব প্রকাশ করেন।
এই সময়,প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ পৌর মেয়র ও সভাপতি তাহেরপুর বিশ্ববিদ্যালয় কলেজ। বিশেষ অতিথি হিসাবে নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ ফারুক সুফিয়ান, বাগমারা থানায় ভারপ্রাপ্ত ওসি মোস্তাক আহম্মেদ।
সভাপতি করেন,মোঃ মোবারক আলী উপাধ্যক্ষ তাহেরপুর বিশ্ববিদ্যালয় কলেজ এছাড়া উপস্থিত ছিলেন, সাধনপুর পঙ্গু নিকেতন অধ্যপক জিয়াউর রহমান টিপু, ভবানীগঞ্জ সরকারি কলেজের অধ্যপক হাতেম আলী, গোবিন্দপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হামিদ, তাহেরপুর মহিলা কলেজের আবদুর রহিম, তাহেরপুর ফাজিল মাদ্রাসার সাইদুর রহমান, তাহেরপুর রিভার ভিউ বালিকা বিদ্যালয় প্রধান হাসানুজ্জামান মির, দ্বীপনগর কলেজের অধ্যক্ষ নাসিমা খানম সহ উপস্থিত উক্ত কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষক অধ্যক্ষ,অধ্যপক সহ বিভিন্ন শ্রেণীপেশা মানুষ প্রমুখ।