মোঃআফজাল হোসেন শান্ত, ঢাকা
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি এসব ঘৃণিত অপহরনকারী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট।
গত ১৪ জুন ২০২২ তারিখ অপহৃত ভুক্তভোগীর মা র্যাব-৪ বরাবর অভিযোগ দায়ের করেন তার ছেলে ও তার বন্ধুকে ৩ দিন যাবত আটকে রেখে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে আসছে,; অন্যথায় মেরে ফেলারও হুমকি দিয়ে আসছে। উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাবের একটি চৌকস আভিযানিক দল ১৫/০৬/২০২২ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকার সময় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন বিশ্বাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ০২ জন ভুক্তভোগীসহ ০১ টি মোবাইল এবং নিম্নবর্ণিত ০২ জন আসামীদের’কে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ
(ক)মোঃ আনোয়ার হোসেন (৬০), জেলাঃ গাজীপুর(খ) মোঃ জয়নাল@ রানা (৩৩), জেলাঃ গাজীপুর।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায় যে, ভুক্তভোগী সুজন এবং রায়হান দুই বন্ধু। তারা গত ১১ জুন ২০২২ ইং তারিখ ঠাকুরগাঁও হতে বাস যোগে রওনা দিয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা বাসস্ট্যান্ডে নামে। সেখানে অপহরণকারী জয়নাল একটি সাদা প্রাইভেট কারে অজ্ঞাত নামা ৩/৪ জনসহ সুজন ও তার বন্ধু রায়হানকে গাজীপুর জেলার কালিয়াকৈরে নিয়ে গিয়ে টিনের ঘরের একটি রুমে হাত বেঁধে ৩ দিন আটকে রেখে অমানবিক নির্যাতন চালায় এবং তাদের পরিবারের নিকট মোবাইল করে মোটা অংকের মুক্তিপণ দাবি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা অপহরণের বিষয়ে সত্যতা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং এই ধরনের অপহরণকারীর বিরুদ্ধে র্যাবের জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024