দুর্গাপুর প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুরে সার সুপারিশমালা কার্ড ব্যবহারের উপকারিতা নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে দুর্গাপুর থানার পাশে অস্ট্রেলিয়ার দাতা সংস্থা এসিআইএআর এবং বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশন এর যৌথ অর্থায়নে সুষম সার প্রয়োগ নিশ্চিত করনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায়
বাংলাদেশের কৃষকের মান উন্নয়নের লক্ষ্যে এবং জমির ঊর্বরতা ও সারের বিনিয়োগে সচেতনতা নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মারডক বিশ্ববিদ্যালয় অষ্ট্রেলিয়ার প্রফেসর ডঃ রিচার্ড ডব্লিউ বেল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডজাক্ট এসোসিয়েট প্রফেসর ডঃ এনামুল হক, বি এ আর আই এর ডঃ সাইদুর রহমান, ধান গবেষনা ইনস্টিটিউটের ডক্টর হারুনুর রশিদ,এস এস ও জাহিদুল ইসলাম, লএসএএও মোখলেসুর রহমান,বিমল চন্দ্র প্রামাণিক,টিপু সুলতান, সিডিএফ রাজিয়া বেগম, এএএ রুবিনা আক্তার বিনা, রাশেদ রানা, মোস্তফা আলী, এফএও কাসফার সদস্যবৃন্দ এবং উপজেলার কার্ডধারী কৃষাণ কৃষাণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন পি আই ও টি এ ও আরিফউজ-জামান,
এসময়ে অতিথিরা পিএইচডি গবেষনা প্লট পরিদর্শন করেন।