
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মেজর হাফিজের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত

মো. মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধি: ভোলার লালমোহনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১২ মে)বাদ আসর লালমোহন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ শহিদুল ইসলাম হাওলাদারেরে উদ্যোগে উপজেলার বাহাদুর চৌমুহনী জামিয়া ওসমানিয়া ক্বওমী মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ফ্যাসীবাদী সরকারের বাঁধার কারণে সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা পায়নি। তার প্রতি যে অন্যায় আচরণ করা হয়েছে, তার জবাব স্বৈরাচারী হাসিনা এখন পেয়েছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, আহসান হাবীব জুয়েল, মোঃ আরিফ হোসেন সাত্তার, মোঃ সবুজ হাজারী, আবু কালাম, মোঃ মাসুদ মোল্লা, শাহাবুদ্দিন, মোঃ সাখাওয়াত, মোঃ কামরুল হাওলাদার, মোঃ রুহুল আমিন, মোঃ আব্বাস ডিলার প্রমুখ। মাহফিলে অংশগ্রহণকারীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সফল স্বদেশ প্রত্যাবর্তনে এবং সকলের দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। দোয়া মোনাজাত পরিচালনা করে হাফেজ মাওলানা মো. কামাল হোসেন।