রাজনীতি সারাদেশে

কক্সবাজারে নাগরিক ভাবনা- জাতীয় ঐক্যমত্য ছাড়া মানবিক করিডোর দেয়া যাবে না

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, উপজেলা প্রতিনিধি: জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মানবিক করিডোর দেয়া থেকে বিরত থাকতে হবে। এক্ষেত্রে সর্বদলীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। রোহিঙ্গাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে কিন্তু তাদেরকে করিডোর দেয়া হলে আরাকার আর্মি এ করিডোর দিয়ে অস্ত্রসহ ঝুঁকিপূর্ণ জিনিসপত্র পরিবহন করবে। এতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়বে। নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর করে দেশের সম্ভাবনাময় একটি দ্বীপকে রোহিঙ্গাদের হাতে তুলে দেয়া হয়েছে। যা দেশের জন্য কখনো শুভ হতে পারে না। স্থানীয়রা প্রতিনিয়ত রোহিঙ্গা কর্তৃক অত্যাচারিত ও নির্যাতিত হচ্ছেন। স্থানীয় প্রশাসনের দারস্থ হলেও প্রতিকার পাওয়া যাচ্ছে না। রোহিঙ্গাদের কারণে এলাকার আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটছে। এলাকার পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। তাই মানবিক করিডোর বিষয়ে আরো ব্যাপক আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। রোহিঙ্গাদের কারণে আন্তর্জাতিক দাতাগোষ্ঠী লাভবান হলেও স্থানীয় মানুষজন অবর্ণনীয় দূর্ভোগে রয়েছেন। আজ ১২ মে বিকেলে কক্সবাজারে “রোহিঙ্গা সংকট ও মানবিক করিডোর শীর্ষক নাগরিক ভাবনা”য় বক্তারা এসব কথা বলে। রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটি, কক্সবাজার জেলা শাখা এর আয়োজন করেছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। প্রধান অতিথি ছিলেন রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া। প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক কর্নেল অবঃ আশরাফ আল দীন। বিশেষ অতিথি ছিলেন রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটির নির্বাহী চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান, কো- চেয়ারম্যান কবি এটিএম ফারুক আহম্মেদ। সভাপতিত্ব করেন আয়োজক কমিটির কক্সবাজারের আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুস শুক্কুর সিআইপি। স্বাগত বক্তা ছিলেন উখিয়ার পালন খালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী। মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় কমিটির কো- চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস হাসান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক নিরপেক্ষ পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি এম ইউ আর মাসুদ। উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, পর্যটন ব্যবসায়ী রেজাউল করিমসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *