তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বানভাসিদের মধ্যে তৃতীয় দিনের মতো দিন শেষে রাত পর্যন্ত ত্রান সহায়তা বিতরণ করেন মানবতার ফেরিওয়ালা জননন্দীত উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
তিনি বুধবার সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে বড়দল দঃ উত্তর শ্রীপুর ও তাহিরপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে নিজ মাথায় ত্রানের বস্তা বহন করে উপজেলার কাউকান্দি,কলাগাও,বাগলী,জনতা, তাহিরপুর সহ বিভিন্ন বন্যা কবলিত ও বন্যা আশ্রয় কেন্দ্র গুলোতে শুকনো খাবার পৌঁছে দেন।তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে রাতে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আলী মর্তুজার নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরন শেষে উজান তাহিরপুর গ্রামের মরহুম বিপ্লব মিয়ার পরিবারকে শোক সইবার শান্তনা দেন এবং, সাময়িক সহযোগীতা করেন, আস্বস্ত করেন সার্বিক সহযোগিতা সহ পাশে থাকার।
এসময় সাথে ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক রমেন্দ্র ণারায়ন বৈশাখ, আওয়ামীলীগ সদস্য সেলিম আখন্জি, উপজেলা শ্রমীকলীগ যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, কবিন্দ চন্দ,আওয়ামী লীগ নেতা নুর হুসেন মল্লিক,আসাদ্দর মল্লিক,মুহিত চৌধুরী,
যুবলীগ নেতা আবুল কাশেম,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসানুজ্জামান শোভন,জেলা ছাত্র লীগের সদস্য পুলক হাসান উপজেলা ছাত্রলীগ সহঃসভাপতি রুবেল মিয়া সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, আমি সহ উপজেলা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তা বানবাসী অসহায় পরিবারের মধ্যে বিরতন করছি।তিনি আর ও বলেন আওয়ামী লীগ যতদিন থাকবে আপনারা কেউ কষ্টে থাকবেন না ইনশাআল্লাহ, আপনাদের কষ্ট সহ্য করতে না পেরে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনকের তনয়া সফল রাষ্ট নায়ক প্রধানমন্ত্রী নিজ চুখে দেখার জন্য হেলিকপ্টার নিয়ে ছুটে এসেছেন হাওরে বানভাসিদের কাছে, তিনি নেতা কর্মীদের নির্দেশ করেছেন আমার জনগন যেন কষ্ট না করে।আমরা আপনাদের কষ্ট লাঘবের জন্য দিনরাত আপ্রান চেষ্টা করে যাচ্ছি। তিনি প্রধানমন্ত্রীর জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।