কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃসিলেটের কোম্পানীগঞ্জে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত লাখো পরিবার। ক্ষতিগ্রস্ত অনেক মানুষজনের পালিত গবাদি পশু বন্যার পানিতে ভেসে গেছে। বিনষ্ট হয়েছে ফসল ফলাদি। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের বসতঘর। উপায়ন্তর খুজে না পেয়ে প্রাণ বাচাতে লক্ষাধিক মানুষ অপেক্ষাকৃত উচু স্থান,আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন বহুতল ভবনে আশ্রয় নিয়েছে। ত্রাতা হয়ে ভয়াবহ বন্যার শুরু থেকেই
অসহায় ও বুভুক্ষা মানুষের পাশে দাড়িয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল আলী। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় থানা বাজারস্থ আব্দুল আলীর নিজ বাসায় তিনশত বন্যা আক্রান্ত মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন। প্রতি প্যাকেট খাদ্যের মধ্যে পাঁচ কেজী চাল,দুই কেজী আলু ও দুই কেজী পিয়াজ রয়েছে। এর আগেও তিনি বন্যার্তদের পাশে খাদ্য সহায়তা দিয়েছেন।
ত্রাণ বিতরণ শেষে আব্দুল আলী জানান, অসহায় বন্যার্তদের পাশে দাড়াতে পেরে আমি আনন্দিত ও খুশি। বন্যায় ধনী গরিব সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যবিত্তরা অনেক বেশি কষ্ট করছে। কোম্পানীগঞ্জের বিত্তশালীদের অনুরোধ করছি,আপনারা অসহায় বন্যার্তদের পাশে দাঁড়ান। বন্যা বেশিদিন থাকবেনা। আপনাদের দান ও সাহায্য সুবিধাভোগীরা সারাজীবন মনে রাখবে। আল্লাহ আপনাদের মঙ্গল করবেন। কোম্পানীগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনুরোধ করছি, বন্যার ভয়াবহতা শেষ না হওয়া পর্যন্ত আপনারা বন্যা আক্রান্তদের পাশে থাকুন।