মোঃ হামিদুল ইসলাম,রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
শনিবার ২৫ জুন ২০২২ বিকেল ০৫.০০ ঘটিকায় কাউনিয়া গাজির হাটে মিলন সংঘ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম হক্কানি সভাপতি তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিয়ার রহমান সাধারণ সম্পাদক তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ড. তুহিন ওয়াদুদ অধ্যাপক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর ও স্ট্যান্ডিং কমিটির সদস্য তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।
আলোচনার শুরুতে নজরুল ইসলাম হক্কানি বলেন “পদ্মা সেতুর স্বপ্ন জয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন”। আমরা উত্তর বঙ্গের মানুষ তিস্তা নদীর কারণে অনেকখানি পিছিয়ে আছি, তিস্তা মহাপরিকল্পনা বিজ্ঞান সম্মত উপায়ে বাস্তবায়ন করে আমাদের এগিয়ে নেওয়া সময়ের দাবী। বক্তারা পৃথক পৃথক আলোচনায় পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তি যোদ্ধা ও গ্যারিলা লিডার শফিকুল ইসলাম কানু, সাজু সরকার রাজারহাট, মোশাররফ হোসেন, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, মশিউর রহমান উলিপুর, মোস্তাফিজার রহমান, মাহমুদুল আলম ও তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বখতিয়ার হোসেন শিশির স্ট্যান্ডিং কমিটির সদস্য তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ ।