মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে নবাগত সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপিকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ প্রেসক্লাব ডোমার উপজেলা শাখা ‘র সদস্য বৃন্দ।
আজ বুধবার (৬ই জুলাই) বিকেল ৫টার দিকে সহকারী কমিশনার (ভুমি)’র অফিস কক্ষে বাংলাদেশ প্রেসক্লাব ডোমার উপজেলা শাখা’র সভাপতি জাবেদুল ইসলাম সানবীম’র নেতৃত্বে সাধারণ সম্পাদক নুর কাদের সরকার ইমরান, সহ-সভাপতি একে এম সুমন রিয়াজী,সহ সাধারণ সম্পাদক শিহাব হাসান শাসন, অর্থ সম্পাদক সাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক বসুদেব রায়,সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সোনামনি কলি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজমীর রহমান রিশাদ প্রমূখ সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় তিনি, সমাজে ঘটে যাওয়া ছোট বড় সকল ধরেন অপরাধের তথ্য দিয়ে ডোমার বাসীর কাছে সহযোগীতা চেয়েছেন।