মোঃ আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধিঃ পাহাড়ে শান্তি, শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জোন সদরে অনুষ্ঠিত মাসিক নিরাপত্তা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোন অধিনায়ক লেঃ কর্নেল এ.এস.এম মঞ্জুরুল কবির। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হুক, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরণ জয় ত্রিপুরা, উপজেরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ চকমা প্রমুখ।
সভায় অবৈধ কাঠ পাচার, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ, চোরাচালান সহ মাদক প্রতিরোধে করনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।