নিজেস্ব প্রতিবেদকঃ তাহেরপুর পৌর মৎস্য আড়ৎতের শুভ উদ্বোধন করা হয়েছে।
৬ জুলাই বুধবার বেলা ১১ ঘটিকার সময় তাহেরপুর পুরাতন গরু হাটা মৎস্য আড়ৎতের শুভ উদ্বোধক হিসাবে উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।
শামসুল আলম সরদার এর সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় ফিতা কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
উদ্বোধনের বক্তব্যে মেয়র আবুল কালাম আজাদ বলেন, তাহেরপুর একটি প্রাচীন হাট এই হাটের জায়গা বৃদ্ধি সহ বাজারের অবকাঠামো উন্নয়নের জন্য ড্রেন নির্মান রাস্তা ও মাছ আড়ৎতের কাজ শেষ করে দেশের মাছের চাহিদা পুরনের লক্ষে ও সঠিক বাজারদরে বিক্রিয়ের আশাবাদী,ক্রয়,বিক্রয় করতে পারবে তাহেরপুর পৌর মৎস্য আড়ৎতে।
তিনি আরও বলেন, সিন্ডিকেট করে ব্যবসা তাহেরপুর নয় এখানে সব শ্রেণীর মানুষ আসবে মাছ কেনাকাটা করতে।
বাজারে সঠিক মনিটরিং ব্যবস্থার বিষয়টি তদারকির জন্য পৌর কতৃপক্ষের দৃষ্টি রয়েছে, সিন্ডিকেট বন্ধ করতে কঠোর ভুমিকা পালন করা হবে। সবার সহযোগিতা প্রয়োজন।
এছাড়া কেউ সিন্ডিকেট তৈরি করলে তাৎক্ষণিক জানানোর অনুরোধ জানান পৌর মেয়র।
রাজশাহী জেলা মৎস্য এলাকা হিসাবে সমগ্র বাংলাদেশ পরিচিত। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় তাজা মাছ সরবরাহ শুরু করে রাজশাহী বিভাগ। রাজশাহী জেলার বাগমারা,দূর্গাপুর, পুঠিয়া ও নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মৎস্য আড়ৎদার ও মৎস্য চাষিদের সুবিধার জন্য আধুনিক তাহেরপুর পৌর মৎস্য আড়ৎত ব্যবসা বানিজ্যের প্রসার ঘটাবে। সেই সাথে এই আড়ৎতের মাছ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হবে। দেশের বিভিন্ন জেলার মাছ ব্যাবসায়ী এ আড়ৎতে এসে মাছ কিনবে তাই সকল মাছ চাষিদের এই আড়ৎতে মাছ বিক্রি করার আহবান করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা মৎস অফিসার রেজাউল করিম।
তাহেরপুর তদন্ত কেন্দ্র আইসি জিলালুর রহমান,১নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যনেল মেয়র বাবুল খাঁ।
৩ নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী কার্তিক সাহা,৪ নং ওয়ার্ড কাউন্সিল মিন্টু পিয়াদা, কাউন্সিলার সমশের আলী,
৭ নং ওয়ার্ড কাউন্সিলর
এরশাদ আলী,
৯ নং ওয়ার্ড কাউন্সিলর রইচ উদ্দিন।
এসময় মৎস আড়ৎদার এর মধ্যে উপস্থিত,
বিসমিল্লাহ মৎস্য আড়ৎ প্রোঃ মোঃ দলিল উদ্দিন,আফজাল হোসেন।
নবান্ন মৎস আড়ৎ পরিচালনায়,এস.এম নিশান বিল্লাহ।
পাঁচ তারা মৎস্য আড়ৎ প্রোঃ মানিক,বাবুল, বাবুল খাঁ,মিন্টু পিয়াদা, একরামুল বাবু,অনুকা হালদার।
জমজম মৎস্য আড়ৎ প্রোঃমোঃ মিলন পিয়াদা, পরিচালনায়,সালাউদ্দন,মোঃ ফেরদৌস বাগাতি বাবু,মোঃ মমিনুল ইসলাম।
বর্ণীলী মৎস্য আড়ৎ, প্রোঃ মোঃ দুলাল উদ্দিন প্রোঃ মোঃ মিজানুর রহমান(মিলন),শরিফুল।
পদ্মা মৎস্য আড়ৎ,
প্রোঃ মোঃ আতাউর রহমান, মালেক।
মের্সাস তিন ভাই ট্রেডার্স মৎস্য আড়ৎ এন্ড কমিশন,প্রোঃ আতাউর, আজো,কাদের, নিপেন।
বিশ্ব তুফান আড়ৎ
প্রোঃ প্রবোদ,বাদশা, সাফিরুল।
ফ্রেন্ডস ইন্টারন্যাশনাল মৎস্য আড়ৎ,
প্রোঃ শহিদুল্লা, মাসুদ।
জনতা মৎস্য আড়ৎ প্রোঃ অনুপ,কহির, রান্টু,জিল্লুর।
কর্ণফুলী মৎস্য আড়ৎ, প্রোঃ মোঃ আঃ জলিল শাহ্,বেলাল।
একতা মৎস্য আড়ৎ, প্রোঃ মোঃ রহিদুল,মোঃ টুটুল পিয়াদা,আশিক প্রাং, শাহিন, নাজমুল।
মামা ভাগ্নে মৎস্য আড়ৎ প্রোঃ মোঃ বেলাল।