মোঃ খলিলুর রহমান সাতক্ষীরাঃ সাতক্ষীরায় চামড়ার ক্রেতা নেই মাদ্রাসা ও এতিমখানার সামনে পড়ে আছে কোরবানির পশুর চামড়া।
চামড়া কিনতে অনীহা প্রকাশ করছেন স্থানীয় পর্যায়ের ব্যবসায়ীরা। বিশেষ করে ছাগলের চামড়া কিনতে অনীহা। তবে প্রতিটি গরুর চামড়া ২০০-৩০০ টাকা দরে বিক্রি হয়েছে কিছু কিছু জায়গায়।
স্থানীয়রা জানান, কোরবানির পর বাসাবাড়ি থেকে নিয়ে আসা ছাগলের চামড়ার ক্রেতা না পাওয়া ও ন্যায্য দাম থেকে বঞ্চিত হওয়ায় মাদ্রাসা ও এতিমখানাগুলো লোকসানের মুখে পড়বে। আর ক্রেতা না পেলে অন্যবারের মতো এবারও চামড়া ফেলে দিতে বাধ্য হবেন বলে জানান তারা।
সাতক্ষীরা সদরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নাম মাত্র দামে কোরবানির পশুর চামড়া বিক্রি হয়েছে। এমন পরিস্থিতিতে যারা কোরবানি দিয়েছেন তাদের অনেককেই বিক্রি করতে গিয়ে দাম না পেয়ে চামড়া নিকটবর্তী মাদ্রাসা ও এতিমখানায় দিতেও দেখা গেছে।
পাটকেলঘাটা ছিদ্দীকিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল ওহাব বলেন,কোরবানির পশুর চামড়া মাদ্রাসায় দান করেছেন অত্র এলাকার প্রায় সবই। গরুর চামড়ার ক্রেতা মিললেও, ছাগলের চামড়ার কোনো ক্রেতাই নেই।
চামড়া ব্যবসায়ী নয়ন বলেন, কাঁচা চামড়ার চাহিদা অনেক কম। খুব ভালো হলে গরুর চামড়া কিনছি। তবে এবার ভেড়া, ছাগলের চামড়া কিনছি না। আর যেসব এলাকায় যাতায়াত ব্যবস্থা খারাপ সেসব এলাকা থেকেও চামড়া কিনছি না।