এস এম সোহেল,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের দেওয়ানতলা ব্রীজে মোটরসাইকেল ছিনতাই এর চেষ্টায় যুবকদের মারপিট ও হামলায় হাসপাতালে ভর্তি যুবক এবং থানায় অভিযোগ দায়ের।
অভিযোগ সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড পান্তাপাড়া মৌজার মোঃ শাহারুল হাসান এর পুত্র মোঃ মিশকাত হাসান (১৫) সঙ্গী-সাথী সহ ঈদে ঘুরতে যাওয়ার জন্য দেওয়ানতলা ব্রীজে মোটরসাইকেল যোগে ১০ জুলাই বিকাল সাড়ে পাঁচ ঘটিকার সময় পৌঁছে ঘোরাফেরা করার সময় বোচাদহ মৌজার সন্ত্রাসী প্রকৃতির কয়েকজন একসঙ্গে মিশকাত ও তার বন্ধুদের পথ রোধ করে মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে চাবি কেড়ে নেয়। এ সময় মহিমাগঞ্জ ইউনিয়নের বোচাদহ গ্রামের ইউসুফ আলীর পুত্র রিয়াদ আহমেদ সহ ৮-১০ জনের দল-ভুক্ত সন্ত্রাসী এবং কিশোর গ্যাংয়ের সদস্য বলে এলাকা সূত্রে জানা যায় । প্রধান আসামী রিয়াদ আহমেদ অপর আসামিদের সহযোগিতায় মিশকাত ও তার বন্ধুদেরকে বেদম মারপিট করে মোটরসাইকেলটি ছিনতাইয়ের চেষ্টা করে।
ভিকটিম ও সাক্ষীদের প্রবল প্রতিরোধে এবং এলাকার মানুষের বাধার মুখে রিয়াদ আহমেদ বাহিনী ঘটনার স্থল থেকে দ্রুত চলে যায়।
চলে যাওয়ার সময় তারা শাসন গর্জন করে যে, এ ব্যাপারে কাউকে বললে এবং থানায় মামলা করলে তাদেরকে আবারো খুন- যখম এবং ভয়-ভীতি প্রদর্শন করা হবে।
ঈদের দিন রাতে মিশকাত হাসান বাড়িতে এসে কাউকে না বলে অসুস্থ অবস্থায় কাতরাতে থাকে। বিষয়টি মিশকাতের পরিবার স্থানীয় চিকিৎসের কাছে চিকিৎসা করে সুস্থ না হওয়ায় মিশকাত হাসানকে ১১ই জুলাই গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
মিশকাত হাসান এর পিতা মোঃ শাহারুল হাসান বাদী হয়ে রিয়াদ আহমদকে প্রধান আসামী করে অজ্ঞাত ৮-১০ জনকে আসামী করে, গোবিন্দগঞ্জ থানায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় কর্মরত অফিসার জানিয়েছেন দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।