জামালপুর প্রতিনিধিঃ১১ জুলাই (সোমবার) জামালপুর রিক্রিয়েশন ক্লাব লিমিটেড এর কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
এ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন মাননীয় প্রধান মন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও জাতিসংঘের বিশেষ দূত আবুল কালাম আজাদ।সভায় আরও বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি, দুদক কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক,বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট এর সিইও মোঃ জাফর উদ্দিন,বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নূরুল আলম, স্হানীয় সরকার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোস্তাকিম বিল্লাহ ফারুকী কাজল, ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের প্রধান, অতিরিক্ত আইজিপি মোঃ মাহাবুবর রহমান,বিপিএম, পিপিএম সেবা, জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, পিডিবি ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, হাজি দিদার পাশা, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।
উল্লেখ্য যে,জামালপুরবাসী সুস্থ বিনোদনের জন্য এখানে সকল প্রকার ইনডোর গেইম, জিমনেসিয়াম, লেক, সুইমিংপুল, ওয়াক ওয়ে, ক্যাফেটেরিয়া, আবাসিক হোটেল, কটেজ সহ ৩৮ প্রকার বিনোদনের সুবিধা থাকবে।