অপরাধ প্রশাসন সারাদেশে

কাশিমপুরে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ১

মোঃ সোলায়মান হোসাইন সোহান কাশিমপুর থানা প্রতিনিধিঃ গাজীপুরের কাশিমপুরে তিন যুবকের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ চেষ্টার মামলার অভিযোগে সাব্বির হোসেন নামের একজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। গত রবিবার (২৫ মে) রাতে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ঢাকার মিরপুরের রুপনগর থানা এলাকায় আসামি সাব্বির হোসেনের খালার ভাড়াটিয়া বাসা থেকে তাকে আটক করে পুলিশ। তবে এই ঘটনায় সাব্বির হোসেনকে আটক করা হলেও রাকিব ও আদনান আহাম্মেদ সায়েমকে আটক করতে পারেনি পুলিশ। জানা যায়, গত বৃহস্পতিবার (২২ মে) বিকেলে মহানগরীর কাশিমপুরের কুদ্দুস মার্কেট এলাকা থেকে তিন কিশোরী বাসা থেকে মনপুরা পার্কের উদ্দেশ্যে ঘুরতে বের হলে লতিফপুর জোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে পূর্বে থেকে উৎপাতে থাকা তিন যুবক ওই কিশোরীদের অপহরণ করে বারেক নগর এলাকার আসামি রাকিব হোসেনের বসতবাড়ির মাটির ঘরের ভিতর বিকেল থেকে সারারাত আটকে রেখে ঐ কিশোরীদের ধর্ষণের চেষ্টা করে। এসময় তাদের ডাক চিৎকারে আশপাশের এলাকাবাসী এগিয়ে এসে ভুক্তভোগীদের উদ্ধার করে। পরে এক ভুক্তভোগীর বাবা কাশিমপুর থানায় বাদী হয়ে অপহরণ ও ধর্ষণ চেষ্টার মামলার অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে সাব্বির হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। এবং বাকিদেরও আটকের চেষ্টা চলছে। তাকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *