
লালমোহনে তরুণ প্রভাষক ফোরামের নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

মো. মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে তরুণ প্রভাষক ফোরামের নেতৃবৃন্দের সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬মে) রাতে লালমোহন প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,লালমোহন প্রেসক্লাবের আহবায়ক মো. সোহেল আজীজ শাহীন। তরুণ প্রভাষক ফোরামের সভাপতি মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের প্রভাষক এম. রিয়াজ উদ্দিন হাওলাদারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আমজাদ হোসেন খাঁন, সাবেক সভাপতি মো. মাহমুদ হাসান লিটন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মো. মাহবুব আলম, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এসবি মিলন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো.জসিম জনি, সাবেক সাধারণত সম্পাদক মো. জাহিদুল ইসলাম দুলাল, প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো.শাহীন আলম মাকসুদ,জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি শাহিন কুতুব, রিপোটার্স ইউনিটির অর্থ সম্পাদক হাসান পিন্টু, তরুণ প্রভাষক ফোরামের সহ-সভাপতি সাদিদ হাওলাদার, মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তুহিন,মোসলেউদ্দিন সামাদ, আমির হোসেনসহ উপজেলায় কর্মরত সাংবাদিক ও তরুণ প্রভাষক ফোরামের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রেসক্লাবের আহবায়ক ও সদস্য সচিবকে তরুণ প্রভাষক ফোরামের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রধান করা হয়।