বানিয়াচং প্রতিনিধিঃজ্বালানি তেল ও ইউরিয়া সারের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বানিয়াচং উপজেলা শাখা। রবিবার (৭ আগস্ট) বিকাল ৫টায় বানিয়াচং শহীদ মিনার প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ বানিয়াচং উপজেলা শাখার আহবায়ক কমরেড লোকমান আহমেদের সভাপতিত্বে ও বাসদ হবিগঞ্জ জেলা ফোরামের সদস্য কমরেড তৌহিদুর রহমান পলাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, উদীচী বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণব, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখার সদস্য নির্মল দেব, বাসদ আজমিরীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক কমরেড নাহিদ তালুকদার, বাসদ গুনই শাখার নেতা কমরেড আবুল কালাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বানিয়াচং উপজেলা শাখার আহবায়ক মিনহাজুর রহমান তারেক, বাসদ নেতা মুত্তাকিন মিয়া, সাবেক ছাত্র ফ্রন্ট নেতা অনিক পাল, ছাত্র ফ্রন্ট নেতা শাকিব মিয়া, মেহেদুজ্জামান শাকিল, আইডিয়াল কলেজের ছাত্র বিশাল দাস প্রমূখ।
বক্তারা অযৌক্তিকভাবে বর্ধিত করা জ্বালানি তেল ও সারের দাম কমানোর জন্য সরকারের কাছে দাবি জানান।