সুজন আলী, রাণীশংকৈল,ঠাকুরগাঁওঃঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলা গোগর বেলতলী এলাকার তেলের পরিমাপে কারচুপি করায় আলহাজ্ব আব্দুর রহিম ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (৭ আগস্ট) দুপুরের দিকে ওই পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী বলেন, ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে রবিবার দুপুরে আলহাজ্ব আব্দুর রহিম ফিলিং স্টেশনে অভিযান চালাই। অভিযানকালে আলহাজ্ব আব্দুর রহিম ফিলিং স্টেশনে পরিমাপে কারচুপি পাওয়া যায়। প্রতি ৫ লিটারে ১৩০ এমএল কম করে পেট্রোল দিচ্ছিল কারচুপির অপরাধে পাম্পের মালিককে প্রশাসনিক ব্যবস্থায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।
এ অভিযানে সহযোগিতা করেন- জেলা অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক শামসুল আলম এবং রাণীশংকৈল থানা পুলিশ এসময় উপস্থিত ছিলেন।